তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে টেকনাফে এক মণ মিষ্টি বিতরণ ছাত্রদল নেতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উদযাপন উপলক্ষে কক্সবাজারের টেকনাফে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন এক ছাত্রদল নেতা। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টেকনাফ পৌর এলাকায় জনসাধারণের মাঝে এক মণ (৪০ কেজি) মিষ্টি বিতরণ করা হয়।
এই কর্মসূচির আয়োজন করেন টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম সিফাত। এ সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা পৌর এলাকার প্রায় এক হাজার পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।
দীর্ঘ দেড়যুগ পর তারেক রহমানের দেশে ফেরার খবরে টেকনাফের সাধারণ মানুষের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অনেককে আবেগাপ্লুত হতে দেখা গেছে।
পৌর এলাকার টমটম চালক মোহাম্মদ রফিক বলেন, তারেক রহমান দেশে আসছেন শুনে ভালো লাগছে। আশা করি এবার দেশের জন্য ভালো কিছু হবে। ছাত্রদলের ছেলেরা মিষ্টি খাওয়ালো, এটা ভালো উদ্যোগ।
স্থানীয় ব্যবসায়ী আজিজুল হক বলেন, ঢাকার তিনশ ফিটে লাখো মানুষ জিয়াউর রহমানের বড় ছেলেকে স্বাগত জানিয়েছে। সেই আনন্দ দেশের শেষ সীমান্ত টেকনাফেও পৌঁছে গেছে। উনি দেশের জন্য ভালো কাজ করুন, সেটাই চাই।
কর্মসূচির আয়োজক মোহাম্মদ আয়াছুল আলম সিফাত বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘদিনের ষড়যন্ত্র ও নির্বাসন কাটিয়ে তার ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন আশার বার্তা দিচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তিনি কতটা জনপ্রিয়।
এ সময় টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও টেকনাফ সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নুরুল কাইসার, ছাত্রদল নেতা মোহাম্মদ রিদুওয়ান, আরমান, জাবেরসহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



