ছবি : সংগৃহীত
নরসিংদীর শিবপুরে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে চৌদ্দ কেজি গাজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের শাষপুর (ইটাখোলা) এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর এলাকার মৃত মিজাম উদ্দিনের ছেলে মো: ইমতিয়াজ আহমেদ রাজন (২৪), মো: শুক্কুর মিয়ার ছেলে পাভেল মিয়া (২৫), আমির হোসেনের ছেলে মো: জীবন মিয়া (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়ার গোয়ালগাঁও এলাকার কাউছার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। মনোয়ারা বেগম পরিবার নিয়ে গাজীপুরের জয়দেবপুরে হারুনের ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়ককের শিবপুরে চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকার মেসার্স শরীফ সিএনজি রি-ফুয়েলিং ষ্টেশন এন্ড কনভার্সন পাম্পের সামনে পাঁকা রাস্তা উপর থেকে চৌদ্দ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি গাড়িসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মো: আবুল কায়েস আকন্দ জানান, চেকপোস্ট পরিচালনাকালে ইটাখোলা সংলগ্ন শাষপুর এলাকা থেকে মাদকসহ ৪ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে। এব্যাপারে শিবপুর থানায় মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।



