কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধার খড়ের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জে মো. হাবিবুর রহমান মাষ্টার নামের এক বীর মুক্তিযোদ্ধার খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিবারের দাবি, রাতের আঁধারে দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন ধরিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাষ্টার বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৩ টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৩ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাস্টারের ফিসারির পাড়ে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গাদাজুড়ে এতে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোর ৫ টার দিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মাস্টার ঘুম থেকে উঠে দেখে তার খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। পরে খড়ের গাদায় আগুন দেওয়ার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। রাতের আঁধারে খড়ের গাদায় আগুনের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ সতর্ক হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন নয় বলে জানান তোফাজ্জল হোসেন নামে এক যুবক। তিনি বলেন, এলাকায় পুলিশের টহল ব্যবস্থা জোরালো করতে হবে। বিশেষ করে রাতের বেলায় পুলিশ এলাকায় টহল দিলে অপরাধীরা অপরাধের সাহস পাবে না।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান মাস্টার বলেন, কিছু দিন আগে আমার গরুর খাবারের জন্য করিমগঞ্জ থেকে খড় এনে ফিসারির পাশে রেখে ছিলাম। পরে আজ ভোর ৫ টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই খড়ের গাদা সর্ম্পূণ পুড়ে ছাই হয়ে গেছে। সুপরিকল্পিতভাবে আমার খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। আগুন দেওয়ার ঘটনা নিয়ে আমরা সবাই চিন্তিত। যে বা যারা এই কাজ করেছে, তাদের বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়ার সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



