Logo
Logo
×

সারাদেশ

বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন জেলেদের, ইজারা বাতিলের দাবি

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন জেলেদের, ইজারা বাতিলের দাবি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই এখন তাদের জন্য বড় সংগ্রাম। এমন পরিস্থিতিতে জলমহালের ইজারা বাতিল করে সরকারি দখলে নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট জেলে সমিতি।

জেলে সমিতি সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের ২০২০ সালের ২৫ মার্চের স্মারকের মাধ্যমে ১৪২৭ থেকে ১৪৩২ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে চাঁদেরহাসি মৎস্যবীজী সমবায় সমিতিকে জলমহালটির ইজারা দেওয়া হয়। প্রথম চার বছর বার্ষিক ১৪ লাখ ৫ হাজার ৯২০ টাকা এবং পরবর্তী দুই বছর ২৫ শতাংশ বর্ধিত হারে ইজারামূল্য নির্ধারণ করা হয়। নিয়মিত ইজারা পরিশোধ করা হলেও প্রাকৃতিক কারণে প্রায় ৬০ একর এলাকা বালুতে ভরাট হয়ে মাছ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জেলেরা জানান, আয় না থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক পরিবার দিনমজুরি ও ঋণের ওপর নির্ভর করে বেঁচে আছে। ইজারা বহাল থাকলে অনাহার ছাড়া আর কোনো পথ থাকবে না বলে আশঙ্কা করছেন তারা।

জেলে মো. মঈন উদ্দিন মিয়া বলেন, ভ্যাট–ট্যাক্স ও প্রাকৃতিক ক্ষতির কারণে কয়েক বছরে প্রায় ২৬ লাখ টাকা লোকসান হয়েছে। হ্যান্ডওভার দিতে চাইলেও মামলা–ভয়ের কারণে শেষ বছর কিস্তিতে চালাতে বাধ্য হয়েছেন। অন্য জেলে মোহাম্মদ সাখাওয়াত জানান, ডিসি অফিসে একাধিকবার হ্যান্ডওভার দিতে গিয়েও তা গ্রহণ করা হয়নি। প্রায় ৫০ লাখ টাকা খরচ হলেও কোনো আয় হয়নি।

এলাকাবাসীও জানান, আগে বিলে প্রচুর পানি ও মাছ থাকলেও এখন পুরো এলাকা বালুতে ভরে গেছে। খাজনা দেওয়ার সামর্থ্য নেই, ফলে জেলেরা চরম দুর্দশায় পড়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি জলমহাল নীতিমালা–২০০৯ অনুযায়ী চুক্তি সম্পাদনের পর ভরাট বা অন্য কোনো সমস্যার অজুহাত গ্রহণযোগ্য নয়। চুক্তি অনুযায়ী সরকারি পাওনা পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনে সার্টিফিকেট মামলা সহ প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা জলমহাল নিয়েছেন, তাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় জামানত বাজেয়াপ্ত করে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন