পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
পাইকগাছার ঐতিহ্যবাহী নতুন বাজার প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতি'র সাবেক সভাপতি ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান সরদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে নতুন বাজার চান্নি চত্বরে প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির' আয়োজনে প্রভাষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামীম আজাদ লিটু, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, আবু সালেহ মোহা ইকবাল,শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক বাবর আলী গোলদার, গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ সরদার।
প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতি'র সভাপতি ইউনুস আলী সরদার ও সাধারণ সম্পাদক শামছুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শিক্ষক কামাল আহমেদ মিল্টন, নুর আলী মোড়ল, মো. খালিদ হোসেন, প্রধান শিক্ষক শিব শংকর রায়, শিক্ষক জিএম সেলিম রেজা, মুস্তাফিজুর রহমান লিপ্টন, মোকলেছুর রহমান কাজল, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, ডিএম হারুন রশিদ,শিক্ষার্থী মুবাশশীর বিন শহীদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।



