কক্সবাজারের ৪ আসনে ৯ জনের মনোনয়ন সংগ্রহ
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণের জন্য কক্সবাজারের ৪ টি সংসদীয় আসন থেকে এই পর্যন্ত ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী রিটার্নিং কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার বিকাল পর্যন্ত এসব প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহের তথ্যটি সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
এর মধ্যে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৩ জন। এরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী জিয়াউল হক।
কক্সবাজার ৩ কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম।
কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসন থেকে মনোনয়ন পত্র নিয়েছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী নুরুল হক।
নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল মতে, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।



