শেরপুরে যুবলীগ নেতাকে গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলায় একটি মামলায় স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ । শেরপুর উপজেলার খানপুরের মহির উদ্দিনের ছেলে মো. আতাউর রহমান। ইউনিয়ন যুবলীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নম্বর ১২, তারিখ ১৫-১১-২০২৪ ইং, জিআর নং ৩১৮-এর আসামি মো. আতাউর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তিনি নিজ গ্রাম বোয়াল কান্দীতে অবস্থান করছিলেন।
গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার অভিযোগের বিস্তারিত বিষয় ও তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের একটি মামলায় আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



