Logo
Logo
×

সারাদেশ

গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, তিনি গণতন্ত্রের পথে ছিলেন এবং ঢাকা-৮ আসনের প্রার্থী ছিলেন। তাই শহীদ হাদি ও জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতে হলে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য কাজ করতে হবে।

তরুণদের জন্য ইন্টারনেট সুবিধা সহজলভ্য করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে ইন্টারনেট সেবা আরও সহজ ও সাশ্রয়ী করা হবে। উদাহরণ হিসেবে তিনি আজিজুল হক কলেজে দেওয়া ফ্রি কানেকশনের কথা উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত হবে।

দেশের আইটি পার্কগুলোর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন, অনেক পার্ক বন্ধ হয়ে পড়ে আছে। এগুলো পুনর্গঠন করে তরুণদের জন্য কর্মক্ষেত্র তৈরি করা হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা শিক্ষা ও বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বক্তব্যের শেষে দলের ৩১ দফা ও নতুন স্লোগান তুলে ধরে তিনি বলেন, “করবো কাজ, গর্ব দেশ—সবার আগে বাংলাদেশ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশা। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন