Logo
Logo
×

সারাদেশ

ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, তিনজন নিহত

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে, তিনজন নিহত

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে পাঁচটি যানবাহন নদীতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুর্ঘটনার পর নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নদী থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫) এবং ভ্যানচালক স্বাধীন (২৫)। মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগর এলাকার আতাউর সরদারের ছেলে। তিনি প্রায় এক মাস আগে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে পুনরায় বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে নারায়ণগঞ্জ শহরে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর রফিককে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইনবোর্ড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ডুবুরি দল দীর্ঘ তল্লাশির পর মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। মাসুদের মরদেহটি ফেরির প্রপেলারে আটকে গিয়ে গুরুতরভাবে বিকৃত হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে মাসুদ এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার সময় ঠিক কীভাবে ঘটনা ঘটেছে, তা ট্রাকচালক জানাতে পারবেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিটি যানবাহন ও যাত্রী নিয়ে বক্তাবলীর পূর্ব ঘাট থেকে পশ্চিম ঘাটের দিকে যাচ্ছিল। মাঝনদীতে থাকা অবস্থায় হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে যায়। এতে ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানসহ নদীতে পড়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ট্রাকটি ফেরিতে ওঠানোর সময় গিয়ারে রাখা ছিল। হঠাৎ সেটি সামনে এগিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলেই একসঙ্গে পাঁচটি যানবাহন নদীতে তলিয়ে যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন