কালনী এক্সপ্রেস ট্রেনের এসি কোচ থেকে গাঁজা উদ্ধার
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদী রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে দুইটি স্কুল ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের এসি বগি থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কালনী এক্সপ্রেস ট্রেনের এসি বগির ছাদে থাকা এসির পাখার উপরের সেফটি নেট খুলে সেখান থেকে গাঁজাসহ দুটি স্কুল ব্যাগ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশ এগুলো জব্দ করে।
এসময় প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ হোসেন শিহাব বলেন, ট্রেনের ছাদ থেকে ব্যাগ দুটি নামানোর পর আমাদের সামনেই এর চেইন খুললে ভেতরে হলুদ কাগজে মোড়ানো দুটি গাঁজার প্যাকেট দেখতে পাই। পরে রেলওয়ে পুলিশ এগুলো নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি স্কুল ব্যাগে থাকা আনুমানিক ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।



