Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ইউনিয়ন আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

শেরপুরে ইউনিয়ন আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. রফিকুল ইসলাম। তিনি একই সঙ্গে দলটির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ৪ ঘটিকার সময় শেরপুরের ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

আম্বইল গ্রামের বাসিন্দা মৃত চাঁন মাহমুদ সরকারের ছেলে মো. রফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পদত্যাগ ঘোষণাকালে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত ও রাজনৈতিক নানা সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করার ইচ্ছা ছিল। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় যথাযথ কর্তৃপক্ষের নিকট সরাসরি পদত্যাগপত্র জমা দেওয়া সম্ভব হয়নি।”

তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে স্বচ্ছতা ও দায়িত্ববোধের জায়গা থেকে সাংবাদিকদের মাধ্যমে আজ ২০ ডিসেম্বর আমি ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের ঘোষণা প্রদান করছি।”

এ সময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি তার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে তুলে ধরেন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবেন কি না—সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, মো. রফিকুল ইসলামের পদত্যাগের ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন