মিয়ানমার পাচারকালে ট্রলার থেকে সাড়ে ৪০০ বস্তা সিমেন্ট সহ আট পাচারকারি আটক
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারে মহেশখালীতে সাগরপথে মিয়ানমার পাচারকালে ট্রলার থেকে সাড়ে ৪০০ বস্তা সিমেন্ট সহ আট পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটকরা কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শুক্রবার মধ্যরাত ১ টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা সংলগ্ন সাগরে ট্রলার যোগে সিমেন্টের একটি চালান মিয়ানমারের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি দ্রুত চালিয়ে পাচারকারিরা পালানোর চেষ্টা চালায়। ট্রলারটিকে ধাওয়া দিয়ে এক পর্যায়ে জব্দ করতে সক্ষম হয়।
এসময় ট্রলারে থাকা ৮ পাচারকারিকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশী করে পাওয়া যায় ৪৫০ বস্তা সিমেন্ট। এসব সিমেন্টের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মহেশখালী থানায় মামলা করা হয়েছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।



