শেরপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুই ঘটনায় একদিনে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিস্মেবর) বেলা ৩ টার দিকে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপরদিকে, একই দিন ভোরে ঢাকা–বগুড়া মহাসড়ক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর তিন টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম রাফিউল হাসান (২৩)। তিনি শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা এবং রেজাউল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শাহী মসজিদে জুমার নামাজ শেষে শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল হাসান। মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ওরিন পরিবহনের একটি বাস উল্টো পথে অন্য একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসটি রাফিউলের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাসটিকে বিকাল ৪ টার দিকে বগুড়া কুন্দার হাট হাইওয়ে পুলিশ আটক করে।
অপরদিকে, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।
পরে দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম আব্দুর রশিদ (৩৫)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর সিংড়া এলাকার বাসিন্দা। তবে তিনি কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, “আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুইজনের মরদেহই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের ঘটনাটি নিশ্চিতভাবে একটি সড়ক দুর্ঘটনা। ভোরে উদ্ধার হওয়া মরদেহের ঘটনাটিও প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



