Logo
Logo
×

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।

পরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করে। তারা মহাসড়কে ইট, কাঠ ফেলে এবং সড়কে ট্রায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দুপুর আড়াইটা থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। তবে সন্ধ্যা সাড়ে ৫টার পর থেকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল পুনরায় শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকালে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য, নরসিংদী জেলা’ ব্যানারে ১১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন।

দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে হাদীর হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে, যতদিন পর্যন্ত বিচার না হবে তত দিন পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে। শাহবাগ চত্ত্বরকে (শহীদ ওসমান হাদি চত্বর) ঘোষণা করতে হবে। সরকারিভাবে সারা দেশে ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। শহীদ ওসমান হাদি ভাইকে জাতীয় বীর ঘোষণা করতে হবে। 

আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে ও কোনো প্রকার রাজনীতি করতে দেওয়া যাবে না। সকল খুনি আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। প্রশাসনের সর্বস্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী সন্ত্রাসী ও ভারতীয় দালালদের অপসারণ করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

জেলখানা ভাঙার মামলায় আন্দোলনকারীদের নাম বাদ দিতে হবে। আওয়ামী লীগ নেতাদের নামে হওয়া মামলায় তাদের পক্ষে কোনো আইনজীবী যেন না দাঁড়ায় এবং কোনো বিচারপতি যেন কোনো আসামির পক্ষে সুপারিশ না করে। এই মর্মে মোট এগারোটি দাবি জানানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলার আহ্বায়ক মাসুদ বিন ফরিদ আদনান বলেন, হাদি ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে আমরা সকলে রাজপথে নেমে এসেছি। আমরা সকলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা ‘সর্বদলীয় ছাত্র ঐক্য, নরসিংদী জেলা’ ব্যানারে এগারো দফা দাবি পেশ করেছি। অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন