Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে রেল ও সড়ক অবস্থান কর্মসূচি ঘোষণা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে রেল ও সড়ক অবস্থান কর্মসূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে পরিবর্তনের দাবিতে রেল ও সড়ক পথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। জেলা শহরের স্টেশান রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু।

লিখিত বক্তব্যে রেজাউল করিম খান চুন্নু বলেন, ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলাম অযোগ্য, অক্ষম ও দুর্নীতিবাজ হওয়ায় এ আসনের মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে। তাই অনতিলিম্বে দেশ, দল ও এলাকার জনগণের স্বার্থে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে বাকি প্রার্থীদের মধ্যে সৎ ও আদর্শিক এবং গ্রহণযোগ্য ও জনপ্রিয় কাউকে মনোনয়ন দেয়া হোক।

সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, বিএনপি ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে দলের নেতা-কর্মীদের নিয়ে আগামী ২২ ডিসেম্বর বিকাল তিনটায় রেল স্টেশানে এবং পরদিন ২৩ ডিসেম্বর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

খালেদ সাইফুল্লাহ সোহেল আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে ভুল বুঝিয়ে অজনপ্রিয় ও জনবিচ্ছিন্ন একজন মানুষকে মনোনয়ন দেয়া হয়েছে। 

ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে অভিযুক্ত উল্লেখ করে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন বলেন, জনপ্রতিনিধি হওয়ার মত ন্যুনতম নৈতিকতা উনার নেই। তাই এই মনোনয়ন বাতিল করতে হবে। 

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী বলেন,  দেশ ও দলসহ জনস্বার্থে ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামকে বাদ দিয়ে বাকি মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ কাউকে মনোনয়ন দিতে হবে। ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহিত নেতাদের পাশ কাটিয়ে স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলা ব্যাক্তিকে মনোনয়ন দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- ধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ রুহুল হোসাইনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন পাওয়ার পর তিনি অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতার বাড়িতে গিয়ে সহযোগিতা চান। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। অন্যদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে মনোনয়নবঞ্চিত প্রার্থীরা যৌথ উদ্যোগে এর আগে একাধিকবার সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, ঝাড়ু– মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত পালন করে আসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন