বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মৌচাক এলাকায় কোরেশ বাংলাদেশ পিএলসি লিমিটেড কারখানার শ্রমিকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে নামেন। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, কয়েক মাসের বেতন বকেয়া রেখেই মালিকপক্ষ আকস্মিকভাবে কারখানা বন্ধের চেষ্টা করছে। একই সঙ্গে শতাধিক শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পাওনা টাকা না দিয়ে কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে জড়ো হন, পরে মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টিআই জুলহাস উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার পরিচালক মশিউর রহমান জানান, কেবল গত মাসের বেতন বকেয়া রয়েছে এবং দ্রুত তা পরিশোধ করা হবে। তিনি দাবি করেন, বাইরের কেউ গুজব ছড়িয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।
হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন বলেন, শ্রমিকরা পাওনা টাকার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মালিকপক্ষের আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।
শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে এবং শিগগিরই সমস্যার সমাধান হবে।



