রামুতে পুলিশের অভিযানে মিয়ানমারগামী অস্ত্র সরঞ্জাম উদ্ধার, আটক ৩
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামুতে মিয়ানমারে পাচারের উদ্দ্যেশে সীমান্তগামী মিনিট্রাক থেকে ভারী আগ্নেয়াস্ত্রের ১৬ শত ম্যাগজিন রাখার প্রসেস সহ ( পিস বাউন্ডলি ) তিন পাচারকারিকে আটক করা হয়েছে।
এসব ম্যাগজিন রাখার প্রসেস বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্টির কাছে সরবরাহের তথ্য থাকার কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।
আটকরা হল- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার নুরুল আলমের ছেলে মো. শাহজাহান (২৫), একই ইউনিয়নের আশারতলী এলাকার মো. বদিউজ্জামানের ছেলে মো. ইলিয়াছ (১৯) ও ঘিলাতলী এলাকার এম এ সামাদের ছেলে আতিকুর রহমান (২৫)।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, বুধবার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান এলাকা দিয়ে যানবাহন যোগে মিয়ানমারের সশস্ত্র গোষ্টির কাছে সরবরাহের জন্য আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম পাচারের খবর পায় পুলিশ। পরে চা-বাগান এলাকায় আল মদিনা নামের খাবার রেঁস্তোরার সামনে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে পুলিশের একটি অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা নাইক্ষ্যংছড়িগামী একটি মিনিট্রাক সেখানে পৌঁছালে থামার জন্য নির্দেশ দেয়। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টেক পেয়ে গাড়িতে থাকা সন্দেহজনক ৩ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।
“ পরে মিনিট্রাকটি তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় প্লাস্টিকের সাদা চটের ৩২ টি ছোট বস্তা। বস্তাগুলো খুলে পাওয়া যায় ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার ১৬ শত প্রসেস ( বাউন্ডলি )। জব্দ করা হয় মিনিট্রাকটি। “
ওসি বলেন, “ আটকরা স্বীকারোক্তি দিয়েছে, উদ্ধার করা ম্যাগজিন রাখার প্রসেসগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্টির কাছে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। “
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান, মনিরুল ইসলাম ভূঁইয়া।



