অনিয়মের অভিযোগে বিপিআইএ’র দ্বিবার্ষিক নির্বাচন বর্জন পোল্ট্রি ঐক্য প্যানেলের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাসটিজ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন বর্জন করেছে পোল্ট্রি শিল্প ঐক্য প্যানেলের প্রার্থীরা। একই সঙ্গে নির্বাচন স্থগিত করে তফসিল বাতিল এবং ভোটার তালিকা সংশোধনসহ পূর্ণ: তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সভাপতি, মহাসচিবসহ প্যানেলের ১০ জন প্রার্থী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সভাপতি প্রার্থী এ. কে. এম. আব্দুল ওয়াদুদ বলেন, ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনে ঘোষিত নির্বাচনকে ঘিরে গুরুতর অনিয়ম ও অসংগতি দেখা দিয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, অতিরিক্ত মনোনয়ন ফি, ভোট পদ্ধতি ও ব্যালট সংক্রান্ত তথ্য গোপন রাখা এবং প্রান্তিক খামারিদের জন্য ভোটদান জটিল হওয়াসহ একাধিক অগণতান্ত্রিক সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন তারা।
তিনি আরও বলেন, বিপিআইএ অফিসে প্রভাব খাটিয়ে একটি নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার অপচেষ্টার অভিযোগও রয়েছে। এ অবস্থায় ভোটারদের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।
পোল্ট্রি ঐক্য প্যানেলের পক্ষ থেকে আগামী ২০ ডিসেম্বর ২০২৫-এর নির্বাচন স্থগিত করে তফসিল বাতিল, ভোটার তালিকা ও নির্বাচন বিধি সংশোধনের মাধ্যমে পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। দাবি মানা না হলে দেশব্যাপী পোল্ট্রি খামারি ও ব্যবসায়ীদের নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মহাসচিব পথপ্রার্থী এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি পদপ্রার্থী ডাক্তার মোসাদ্দেক হোসেন, ট্রেজারার পদপ্রার্থী মোঃ জালাল উদ্দিন, যুগ্ম মহাসচিব পদপ্রার্থী মোঃ আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক পদ প্রার্থী আবু সাঈদ, সমাজ কল্যাণ সম্পাদক পদ প্রার্থী ইনামুল হক, নির্বাহী সদস্য পদপ্রার্থী মাহবুব আলম, মোঃ ইসরাফিল, মোঃ মনসুর আলীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাসহ খামারিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী ২০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১৯ টি পদের এই নির্বাচনে সারাদেশের ১১২২ জন ভোটারের মধ্যে কিশোরগঞ্জ জেলায় ভোটার সংখ্যা তিন শতকেরও বেশি।



