Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম

পাইকগাছায় বাল্যবিবাহ প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে এনজিও সংস্থা বারসিকের এনগেজ প্রজেক্ট ও সুশীল সমাজের আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিএসও’র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ, সাংবাদিক কাজী সোহাগ ও ইউপি সদস্য নাজমা বেগম।

সংলাপে স্বাগত বক্তব্য দেন বারসিক এনগেজ প্রজেক্টের এরিয়া অফিসার বাবলু জোয়াদ্দার। বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মণ্ডলের সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সিএসও’র সভাপতি ছন্দা সুলতানা, সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক হিমাংশু বিশ্বাস, ভারপ্রাপ্ত দফাদার লিটন গাজী, সরস্বতী বিশ্বাস, প্রশান্ত বিশ্বাসসহ স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, ভুক্তভোগী ও সুশীল সমাজ সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, পাইকগাছা উপজেলায় ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত অবক্ষয় ও মানবাধিকার ইস্যুতে চার বছর মেয়াদি “এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর এ জাস্ট ট্রানজিশন: স্ট্রেংদেনিং লোকাল সিএসও’স ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিস (এনগেজ)” প্রকল্প বাস্তবায়ন করছে বারসিক। প্রকল্পের অংশ হিসেবে গদাইপুর ইউনিয়নের চারটি গ্রামে গ্রাম সুশীল সমাজ সংগঠন (সিএসও) গঠন করা হয়েছে এবং কার্যক্রমগুলো অধিকতর সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের জন্য ইউনিয়ন সিএসও গঠন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন