Logo
Logo
×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড মাছ রপ্তানি, ভারতে গেল ৩ কোটি টাকার পণ্য

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনে রেকর্ড মাছ রপ্তানি, ভারতে গেল ৩ কোটি টাকার পণ্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এক দিনে বিপুল পরিমাণ মাছ রপ্তানি হয়েছে। গত সোমবার (তারিখ অনুযায়ী) ২৭টি ট্রাকে করে প্রায় ১ লাখ ৫ হাজার ৮৪৬ কেজি মাছ পাঠানো হয়। এসব মাছের বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা কয়েক দিন রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এক দিনেই এত বেশি মাছ পাঠানো সম্ভব হয়েছে। গত শনিবার ছিল ‘সেকেন্ড স্যাটারডে’, রবিবার সাপ্তাহিক ছুটি এবং মঙ্গলবার বিজয় দিবসের সরকারি ছুটির কারণে বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ফলে সোমবার একসঙ্গে বড় পরিসরে মাছ রপ্তানি করা হয়।

আখাউড়া স্থলবন্দর দিয়ে নিয়মিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে বাংলাদেশি মাছ রপ্তানি হয়। ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত এসব রাজ্যের মধ্যে রয়েছে ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। মূলত ত্রিপুরায় মাছ পাঠানো হলেও সেখানকার ব্যবসায়ীরা পরবর্তী সময়ে অন্য রাজ্যগুলোতে সরবরাহ করে থাকেন।

আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দিন দিন বাংলাদেশের মাছের চাহিদা বাড়ছে। ওপারের বাজার অনেকটাই আমাদের মাছের ওপর নির্ভরশীল। সোমবার তিন কোটির বেশি টাকার মাছ রপ্তানি হয়েছে, যা সাম্প্রতিক সময়ে একটি রেকর্ড।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া জানান, ত্রিপুরাসহ ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশি মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই রপ্তানির মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

তিনি আরও জানান, সোমবার চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি কেজি মাছ ২ দশমিক ৫ ডলার দরে ভারতে রপ্তানি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে এক কোটি টাকার বেশি মাছ রপ্তানি হচ্ছে। রপ্তানিকৃত মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙাশ, ট্যাংরা, পাবদা ও মেনি। এর মধ্যে পাঙাশ মাছের রপ্তানিই সবচেয়ে বেশি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন