Logo
Logo
×

সারাদেশ

মধ্য রাতে প্রাণ গেল দুজনের

Icon

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম

মধ্য রাতে প্রাণ গেল দুজনের

সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সদর ইউনিয়ন এলাকার তেরমাইল নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান। এ ঘটনায় আহত আরও দুই মোটরসাইকেল আরোহী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রানাপিং এলাকার লাল মিয়া ছেলে ছাব্বির (২১)। আহত দুজন হলেন, জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আনন্দ চন্দ্র।

তিনি বলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তেরমাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন