কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মাজহারুল
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি মো. আমিরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহ করে বিএনপি প্রার্থী মো. মাজহারুল ইসলাম জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দলের বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।



