Logo
Logo
×

সারাদেশ

হাদিকে গুলি

নরসিংদী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

নরসিংদী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো. ফয়সাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার ফয়সাল বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরের মৃত আমিনুল হকের ছেলে। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্ত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তবে আটক ফয়সাল মূল অভিযুক্ত শুটার ফয়সালের শ্যালকের বন্ধু বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে ২টি বিদেশি পিস্তল, ৪১ রাউন্ড পিস্তলের গুলি, ২টি ম্যাগাজিন ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন