Logo
Logo
×

সারাদেশ

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

Icon

কিশোরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

বিজয়ের মধ্য রাতেও কিশোরগঞ্জে কুয়াশায় ভিজছে লাল-সবুজের পতাকা

দিনের আলো ফুরিয়ে আকাশে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। ঘড়ির সময়ও বলে দিচ্ছে তারিখেরও বদল হয়েছে। মাঝরাত তখন ২টা ছুঁই ছুঁই কুয়াশার শীতের রাতে কোথাও কঞ্চি বাঁশ কিংবা পাইপের ডগায় ঝুলছে বাংলাদেশের পরিচয়ের প্রতীক লাল-সবুজের পতাকা।

কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে টানানো পতাকা অন্ধকার রাতেও উড়তে দেখা গেছে। সরেজমিনে রাত ২টা থেকে ৪টা অবধি বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সরকারি স্থাপনাসহ বেসরকারি প্রতিষ্ঠান সমূহে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সবুজের বুকে লাল পতাকা উড়ছে আবার কোথাও অসহায়ের ন্যায় কুয়াশার জলে ভিজছে।

জেলা শহরের তারাপাশা এলাকায় অবস্থিত রেলওয়ে স্টেশনে, আল কুরআন একাডেমীতে, গাইটাল আন্ত:জেলা বাস টার্মিনালে, ফার্মের মোড়ে সদর থানা বিএনপি সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের আনোয়ারা ল্যাব এন্ড হসপিটালে, সার্কিট হাউস এলাকায় আদর্শ ইউনিক কিন্ডারগার্টেনে, রাকুয়াইল এলাকায় উম্মে কুলসুম মহিলা মাদ্রাসাসহ আরও বিভিন্ন দোকানপাটে পতাকা টানানো অবস্থায় রয়েছে।

জাতীয় পতাকা উত্তোলনের সরকারি বিধি অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। বিধান অমান্যকারীকে ২০১০ সালের প্রণীত আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড কিংবা উভয়দণ্ডের বিধান রয়েছে।রাতের বেলায় জাতীয় পতাকা ওড়া কর্তৃপক্ষের অজ্ঞতা ও অবহেলা দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

 স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিজয় দিবসের রাতে জাতীয় পতাকা উত্তোলিত থাকা অবমাননার শামিল। সন্ধ্যার আগে পতাকা নামিয়ে ফেলতে হবে। কোনো অবস্থাতেই রাতে পতাকা টানানো যাবে না। দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। যারা এঘটনায় জড়িত তাদের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।'

এ বিষয়ে পৌর ছাত্রলের যুগ্ম আহ্বায়ক অলি উল্লাহ অলি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বুকের ভেতর যন্ত্রণা হয় তারা নানান ভাবে ৭১ কে ছোট করতে চায়। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। 

মাঝরাতেও পতাকা উড়ানোর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, লাল-সবুজ দুই রংয়ের এই পতাকার জন্য কত প্রাণ আর কত মা-বোন ইজ্জত দিল আর আজ বিজয়ের দিনে সেই পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। প্রশাসনের কাছে সুষ্টু বিচারের দাবি করছি। 

এছাড়াও কিশোরগঞ্জ স্টেশনে অপেক্ষমান যাত্রীরা বিস্ময় প্রকাশ করে বলেন গতকালকের টানানো পতাকা আজ ১৭ ডিসেম্বর ভোরও উড়ছে। 

মাঝরাতেও পতাকা উড়ানোর বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমানের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, কাল তো আমি ছিলাম না, শহীদ মিনারে চলে গিয়েছিলাম।আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখছি কারো গাফলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। পতাকা টানানোর বিষয়ে অন্যদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া মিলেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন