পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. ফরিদ উদ্দীনকে (৫১) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল রাতে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ উদ্দীন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মধ্য সাটিয়াদী গ্রামের মো. জুবায়েদ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট পাকুন্দিয়া সদর বাজারে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম নামের একজন বিএনপি কর্মী বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে ও ৮০ থেকে ১০০ জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় ফরিদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তদন্তে ওই মামলায় ফরিদ উদ্দীনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



