সকলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারেক রহমান দেশে আসতেছেন : শিরিন সুলতানা
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শিরিন সুলতানা বলেন, আমাদের নেতা তারেক রহমান আগামী ২৫ তারিখ দেশে আসতেছেন। অনেকেই বলেছেন তারেক রহমান আসবে না, তাদের মুখে চুনকালি দিয়ে, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমাদের নেতা তারেক রহমান আসতেছেন।
তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য জাতীয় নির্বাচন, সে নির্বাচনে ভোট দিয়ে সারা বাংলাদেশে বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিরিন সুলতানা বলেন, বাংলাদেশের জনগণকে ভুল বুঝিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা বাংলাদেশে একাত্তর’কে, চব্বিশ’কে মুখোমুখি দাঁড় করাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
তিনি আরও বলেন, একাত্তর’র সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। একাত্তর হচ্ছে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। তবে, বিগত দিনে আমরা জনসভা করতে পারিনি, আমাদের ভোটের অধিকার ছিলনা, কথা বলার অধিকার ছিল না, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। সেই কারণে ২৪ এর আন্দোলনে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমরা তাদেরকেও স্মরণে রাখতে চাই। একাত্ত’র সঙ্গে আমরা চব্বিশকে মুখোমুখি করতে চাই না।
শিরিন সুলতানা বলেন, আজকে যারা চব্বিশকে একাত্তরের মুখোমুখি করতে চায় তাদের কোনো উদ্দেশ্য আছে, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, এমএ জলিল, অ্যাডভোকেট বাছেদ ভূইয়া, হারুন অর রশিদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আকবর হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির নেতাকর্মীরা।



