বিজয় দিবসে বাঞ্ছারামপুরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত
আমির হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “রক্ত দিন, জীবন বাঁচান”—এই স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় গত ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদিরুদ জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু সিয়ামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচিতে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু ছাড়াও শাহরিয়ার নাঈম, সাইফুল ইসলাম সাজ্জাদ, তানহা সরকার, আরজু হাসান ও ফয়সাল আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। নিয়মিত রক্তদান ও রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে জরুরি মুহূর্তে অনেক প্রাণ রক্ষা করা সম্ভব। বিজয় দিবসের মতো গৌরবময় দিনে এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান।



