নিষিদ্ধ আ’লীগের চার নেতাকে আটক করে আদালতে প্রেরণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। শেরপুর থানার একটি মামলার প্রেক্ষিতে সোমবার (১৫ ডিসেম্বর ) রাতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—গাড়িদহ ইউনিয়ন কৃষকলীগের সদস্য মো. হারুনুর রশিদ (পিতা: মৃত রমজান আলী, গ্রাম: বোংগা), গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (পিতা: মৃত সরাসাং, গ্রাম: বোংগা), গাড়িদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত হাসান রানা (পিতা: মৃত রফিকুল ইসলাম, গ্রাম: দড়িপাড়া) এবং গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের আরেক সদস্য মোঃ কামরুল হাসান (পিতা: মৃত আব্বাস আলী, গ্রাম: বোংগা)।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার মামলা নং-২৪, তারিখ ২৮/০৯/২০২৫ এর চারজন আসামিকে গ্রেফতারের পর কঠোর নিরাপত্তা ও পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালত বগুড়ায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।



