Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

ছবি : সংগৃহীত

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা প্রশাসকের কার্যালয়ে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন । এর পরপরই পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাজনৈতিক দল হিসেবে পুস্পস্তবক অর্পণে অংশ নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ। জেলা শাখার সহ-সভাপতি গোলাম কবির কামালের নেতৃত্ব বেধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে সকাল সাড়ে ৮ টায় নরসিংদী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ এবং মুনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিকেলে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌরপার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া অনুষ্ঠান এবং নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা ছিল উল্লেখ্যযোগ্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন