Logo
Logo
×

সারাদেশ

ছয় মাসে চারবার চুরি: ছোনকা বাজারে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

ছয় মাসে চারবার চুরি: ছোনকা বাজারে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজারে আবারও সংঘটিত হলো দুঃসাহসিক চুরির ঘটনা। ১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস শেষে গভীর রাতে কে বা কারা ছোনকা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মোঃ জুয়েল হোসেনের দোকানে পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে দোকান খুলে তিনি দেখতে পান, দোকানের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা চুরি চালিয়েছে। চোরচক্র মূলত দামি ও বহুল চাহিদাসম্পন্ন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট টার্গেট করে চুরি করেছে। এর মধ্যে রয়েছে—বেনসন, গোল্ডলীফ, স্টার, নেভী, ডার্বি ও রয়েল ব্র্যান্ডের একাধিক কার্টুন সিগারেট। নগদ অর্থ বা অন্যান্য পণ্য অক্ষত থাকলেও পরিকল্পিতভাবে সিগারেটগুলোই নিয়ে যাওয়া হয়। এতে টাকার অংকে প্রায় ৫৫-৬০ হাজার টাকা বলে জানিয়েছেন।

ভুক্তভোগী দোকান মালিক মোঃ জুয়েল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে এতো চুরি কেন হচ্ছে? গত ছয় মাসে অন্তত তিনবার এবং সবমিলিয়ে চারবার চুরি হয়েছে। এতে আমি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছি। ব্যবসা করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আমি এ বিষয়ে থানায় এবং আদালতে অভিযোগ দায়ের করবো।”

এদিকে ঘটনার খবর পেয়ে ছোনকা বণিক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলী রাঙ্গা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “চুরির ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আগামী বৃহস্পতিবার বণিক সমিতির মিটিং রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করে বাজারের নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ীদের মতে, ছোনকা বাজারে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নিয়মিত পাহারা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরচক্র বারবার সুযোগ নিচ্ছে। এতে করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা দ্রুত পুলিশি নজরদারি বৃদ্ধি, রাত্রীকালীন টহল জোরদার এবং বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন। অন্যথায় এভাবে একের পর এক চুরির ঘটনায় বাজারের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হবে বলে তারা আশঙ্কা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন