কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। সূর্যোদয়ের পরে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ স্মৃতিস্তম্ভ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। প্রথমে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের উদ্দেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। পরে একে একে পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধাভরে স্মরণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে স্মৃতিসৌধে।
এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯ টায় জেলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ১১ টায় আউটার স্টেডিয়ামে ৩ দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলা, সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।
বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা করা হয়।
শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এসময় পুষ্পস্তবক অর্পণকারীরা বলেন, বিজয় দিবস আমাদের আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের দায়িত্ববোধ জাগ্রত করে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, বিজয় দিবস শুধু একটি উৎসবের দিন নয়, এটি আমাদের শপথের দিন—দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার দিন।



