মহান বিজয় দিবসে রাজশাহীতে বিজয় রাইড অনুষ্ঠিত
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে ‘সেইলর বিজয় রাইড-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বুদ্ধিজীবী চত্বর থেকে রাইডটি শুরু হয়। পরে রাইডটি রাজশাহীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলকার মোড় হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট কর্তৃক আয়োজিত এই বিজয় রাইডে দুইশত পঞ্চাশের অধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরিচালক রোকসানা বেগম বলেন, ‘তাদের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসাযোগ্য। যখন তারা আমার কাছে এই আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন, তখনই আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন ধরনের সহায়তা আমরা প্রদান করেছি।’
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রেজুয়ান ইসলাম রিয়ন বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বিজয় রাইড হয়ে থাকে। এবার প্রথমবারের মতো আমরা এই আয়োজন করেছি। বিভিন্ন স্থানে রাইড আয়োজনের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আজকের এই বিজয় রাইড শুধু একটি ভ্রমণ নয়; এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। এই রাইড সাহস, ঐক্য ও আগামীর পথে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের প্রতীক। সাইকেল একটি দূষণমুক্ত যান হওয়ায় এটি শৃঙ্খলা ও সুস্থ জীবনের বার্তাও বহন করে।’
সংগঠনটির ক্রু প্রধান ফরহাদ ইসলাম রবিন বলেন,
‘আমরা নিয়মিতভাবে বিভিন্ন রাইড পরিচালনা করে থাকি। তবে এবার বৃহৎ পরিসরে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আমরা কান্ট্রি ক্রসিং রাইড দেওয়ারও পরিকল্পনা করছি।’
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইক্লিস্ট সংগঠনটি ২০১৮ সাল থেকে সাইকেলভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।



