ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার আন্ডারপাস ব্রিজের উত্তর পার্শ্বে হাইওয়ে রোডের সাইড ওয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় একজন আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন সামান্য আহত হন।
ঘটনাটি সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া দিক থেকে আসা একটি মোটরসাইকেল অতিরিক্ত গতিতে ছোনকা বাজার আন্ডারপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে রোডের সাইড ওয়ালের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে রাস্তার উপর অনেক দূরে গিয়ে পড়ে।
গুরুতর আহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন। তিনি টাঙ্গাইল জেলার এলেঙ্গা থানাধীন ঘাটাইল গ্রামের বিনোত আলীর ছেলে। একই মোটরসাইকেলে থাকা অপর আরোহী সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শী ছোনকা গ্রামের রুহুল আমিন জানান, মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি ছিল। দেয়ালের সাথে ধাক্কা লেগে আরোহী অনেক দূরে গিয়ে রাস্তার উপর পড়ে। আমরা কয়েকজন সামনে থেকে গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোঃ রইছ উদ্দিন বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত নই। তবে এর আগেও এই স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি গুরুত্বসহকারে দেখে রোডস অ্যান্ড হাইওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আলোচনা করে নতুন কোনো পরিকল্পনা নেওয়া যায় কি না, সে বিষয়ে উদ্যোগ নেব।”
উল্লেখ্য, ছোনকা বাজার আন্ডারপাস এলাকায় প্রায়ই যানবাহনের অতিরিক্ত গতি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়রা দ্রুত কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



