Logo
Logo
×

সারাদেশ

সেন্ট মার্টিন রুটে টিকিট বিক্রি শেষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

সেন্ট মার্টিন রুটে টিকিট বিক্রি শেষ

ছবি : সংগৃহীত

কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলকারী জাহাজগুলোর প্রায় সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সরকারের নির্ধারিত দৈনিক দুই হাজার যাত্রীর অনুপাতে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব টিকিট শেষ হয়েছে। পাশাপাশি ১১ জানুয়ারি পর্যন্ত অর্ধেক টিকিটও বিক্রি হয়ে গেছে। সব মিলিয়ে এ সময়ে অগ্রিম বিক্রি হওয়া টিকিটের সংখ্যা প্রায় ৪০ হাজার।

গত ১ ডিসেম্বর থেকে এ রুটে জাহাজ চলাচল শুরু হওয়ার পর ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২২ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছেন। ট্রাভেল পাসের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১৪ দিনে সর্বোচ্চ ১ হাজার ৮৭১টি পাস ইস্যু করা হয় এবং ওইদিন ছয়টি জাহাজে ১ হাজার ৮৫৬ জন পর্যটক দ্বীপে যান।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বিজয় দিবস ও সরকারি ছুটি থাকায় ডিসেম্বরের শেষ সপ্তাহে পর্যটকদের চাপ বেড়েছে। মাসের শেষ দিন পর্যন্ত সব টিকিট বিক্রি হয়ে গেছে। রাতযাপনের অনুমতি থাকায় এখন পর্যটকের সংখ্যা আরও বেড়েছে।

প্রশাসনিক তৎপরতা ও অনিয়ম

সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন নজরদারি করছে। তবে গত দুই সপ্তাহে বেশ কিছু অনিয়ম ও টিকিট জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।

১ ডিসেম্বর ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

৩ ডিসেম্বর কক্সবাজারে পাঁচজন যাত্রীর কাছে নকল কিউআর কোডযুক্ত টিকিট পাওয়া যায়।

১১ ডিসেম্বর মিজান ট্রাভেলসের প্রতারণায় মানিকগঞ্জের ৪৪ জন পর্যটক ক্ষতিগ্রস্ত হন, পরে এজেন্সিকে জরিমানা করা হয়।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, জালিয়াতির কয়েকটি ঘটনা ধরা পড়েছে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।

১২ ডিসেম্বর এক ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারের হুমকি দেন, পরে ক্ষমা চেয়ে রক্ষা পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, প্রতিদিন ঘাটে অবস্থান করে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবেশ রক্ষায় নির্দেশনা

১৯৯৯ সালে সেন্ট মার্টিন দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। গত ২২ অক্টোবর পরিবেশ মন্ত্রণালয় দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় ১২ দফা নির্দেশনা জারি করে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন