পাইকগাছায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, অতঃপর প্রেমিকের অস্বীকার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
খুলনার পাইকগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রমজান সরদার নামে এক প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামে। বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রেমিকা।
অভিযোগ ও প্রেমিকা সূত্রে জানাযায়,উপজেলার মেলেকপুরাইকাটী গ্রামের জাফর সরদারের ছেলে রমজান সরদার প্রতিবেশী সুমাইয়া (ছব্দ নাম) সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে গোপনে দিনের পর দিন ধর্ষণ করে।একপর্যায়ে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তখন থেকে প্রেমিক রমজানকে বিয়ের জন্য চাপ দিলে আজ না কাল করে তালবাহানা করতে থাকে। প্রেমিকা গর্ভের সন্তান এ্যাবাসন করতে চাইলেও প্রেমিক অচিরেই বিয়ে করবে বলে এ্যাবাসন করতে দেয়নি বলে জানান প্রেমিকা।
এদিকে প্রেমিক রমজান সরদার বলেন,আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল সত্যি। তবে তার সাথে অনৈতিক সম্পর্ক ছিলনা।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।



