Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।

এতে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, এবি পার্টির জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার উন্নয়ন মুলক কাজগুলো স্লথ গতিতে চলায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অতীব গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি।

সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ বলেন, জেলায় মাদক নির্মুল, আইন-শৃঙ্খলা রক্ষা, শব্দ দূষন রোধ, যানজট নিরসন, চোরাচালান, বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা সকলের দায়িত্ব। সকলকে স্ব স্ব অবস্থান থেকে এ সকল সমস্যা নিরসনে কাজ করার আহ্বান জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন