কিশোরগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ আসনে কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের বর্তমান সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে ধানের শীষের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এরই প্রতিবাদে মনোনয়নবঞ্চিত চার প্রার্থীর কর্মী-সমর্থকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের সদর উপজেলা বিন্নাটি চৌরাস্তা মোড়ে এ অবরোধ কর্মসূচিতে পালন করেন কর্মী-সমর্থকরা। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের শতাধিক নেতাকর্মী।
এসময় মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে কর্মী-সমর্থকরা।অবরোধকারীরা প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধ করে প্রার্থীতা বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এসময় পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন তার সমর্থকরা।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাসুদ হিলালী, ২০১৮ সালে দলীয় মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রুহুল হোসাইন।
এসময় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জ-১ আসনটিতে যে প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন তাতে করে আসনটি ঝুঁকিপূর্ণ হয়েছে। একারণে জামায়াত প্রার্থীরা উচ্ছসিত হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে নির্যাতিত হয়েছে, আজ তাকে মনোনয়ন দোওয়া হয়নি? আমরা দীর্ঘ বছর যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, পলাতক সরকারের সময়ে মামলা খেয়েছি, ঘরছাড়া হয়েছি, আমরা তারেক রহমানকে বলতে চাই, দুরদিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের মূল্যায়ন করতে হবে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারাদেশের ৩৬টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। মনোনয়ন পাওয়ার পর তিনি অন্যান্য মনোনয়নপ্রত্যাশী নেতার বাড়িতে গিয়ে সহযোগিতা চান। তবে অনেকের সঙ্গে দেখা হয়নি। অন্যদিকে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আসছেন মনোনয়নবঞ্চিত নেতারা।



