Logo
Logo
×

সারাদেশ

পার্শবর্তী দেশের উস্কানীতে আ.লীগের দালালরা নির্বাচন পন্ড করা চেষ্টা চালাচ্ছে : খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

পার্শবর্তী দেশের উস্কানীতে আ.লীগের দালালরা নির্বাচন পন্ড করা চেষ্টা চালাচ্ছে : খোকন

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। অবৈধভাবে লাইসেন্স দেয়া সে সকল অস্ত্রও এখানো পর্যন্ত উদ্ধার হয়নি। সেই সাথে পার্শবর্তী দেশ থেকে অস্ত্র আমদানী করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর মাধ্যমে বাংলাদেশর আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। এই দেশর জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। দ্রুত সময়ের মধ্যে হাদী উপর হামলাকারীদের খুজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের উপর হিংস্র হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপি'র প্রতিবাদ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, যে কোন পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে, ২০২৬ এর ফ্রেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তারাই নির্বাচন বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, সহসভাপতি আকবর হোসেন, সহ সভাপতি হারুন অর রশিদ, সহসভাপতি রবিউল ইসলাম রবিসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিলটি নরসিংদী জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিন করে নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন