ওসমান হাদিকে গুলি করার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে চিহ্নিত সন্ত্রাসী দ্বারা গুলিবর্ষন করার প্রতবাদে কিশোরগঞ্জ বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের রথখোলা এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রথখোলা মাঠে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় বক্ত্যারা অনতিবিলম্বে ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু,
সাবেক সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন রনক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন সহ অন্যরা।
এসময় বক্তারা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত। তাদের দাবি, জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতেই এই হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।



