রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং বিএনপি নেতা মরহুম আহসানউল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর শনিবার বাদ যোহর ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া দারুস সুন্নাহ মুজদিয়া কওমিয়া মাদরাসা ও এতিম খানা মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
ভুলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল মিয়া।
রূপগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।



