Logo
Logo
×

সারাদেশ

মিয়ানমারে সংঘাত, গুলির আঘাত টেকনাফের বাড়িঘরে

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

মিয়ানমারে সংঘাত, গুলির আঘাত টেকনাফের বাড়িঘরে

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে এপারে আতঙ্ক ছড়িয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে টানা কয়েক ঘণ্টা হোয়াইক্যং সীমান্ত ওপারের এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এসময় বাংলাদেশের কয়েকটি বসতঘরের টিনের চালা ভেদ করে গুলি এসে পড়েছেন। তবে কেহ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওসময় নাফ নদীতে একটি মর্টারশেল পড়ার পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন হোয়াইক্যং ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা।

তিনি বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী বাড়ি-ঘর কেঁপে ওঠে। এ ঘটনায় সীমান্তবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকে এসব মর্টারশেল নিক্ষেপ ও গোলাগুলি চালানো হচ্ছে। এ সময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসন, আব্দুল কুদ্দুস ও বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এছাড়া উত্তর পাড়ার সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন