কেরানীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট, ৪৫ জন উদ্ধার
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামে একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, পরিস্থিতি বিবেচনায় আরও ইউনিট যোগ করা হয় এবং মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সময় ভবন থেকে ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলের ব্যবসায়ী রাজু এন্টারপ্রাইজের মো. বশির বলেন, ভোরে খবর পেয়ে তিনি ভবনে ঢোকার চেষ্টা করেন, কিন্তু ঘন কালো ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। চোখ জ্বালা করছিল, কিছুই দেখা যাচ্ছিল না। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে সকাল ১০টার দিকে ভেতরে ঢুকে কিছু মালামাল উদ্ধার করতে পারেন।
স্থানীয়রা জানান, ভবনের বেজমেন্টে ঝুট কাপড় মজুত ছিল। ধারণা করা হচ্ছে, ঝুট কাপড় থেকেই আগুনের সূত্রপাত হতে পারে অথবা এর কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানায়নি।
ভবনের প্রথম দুই তলায় মার্কেট এবং উপরের তলাগুলো আবাসিক। পাঁচতলার বাসিন্দা আবির জানান, আগুন লাগার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তারা বিষয়টি টের পান। ধোঁয়া ঘরে ঢুকতে শুরু করে এবং অন্যান্য ফ্ল্যাট থেকে আগুন আগুন বলে চিৎকার শোনা যায়। দরজা খুলে দেখেন, ওপরের দিক থেকে মানুষ দ্রুত নিচে নামছে। তিনি জানান, জাবালে নূর বিল্ডিংয়ে মোট পাঁচটি এক্সিট পয়েন্ট রয়েছে, যা বের হতে সহায়তা করেছে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিসের কাজ চলমান রয়েছে।



