Logo
Logo
×

সারাদেশ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ–অবরোধ

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ–অবরোধ

ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে উত্তাল বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সমাবেশে মিলিত হয়। পথে তাঁরা “ফ্যাসিবাদ নিপাত যাক”, “ওসমান হাদির উপর হামলার বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা কুড়িগ্রাম–রংপুর মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে ওই সময় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সমাবেশে বক্তব্য দেন-এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম রশীদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ-সভাপতি বাবুল আব্দুল্লাহ এবং জাতীয় ছাত্র শক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসান।

বক্তারা বলেন, “ওসমান হাদি শুধু একজন নেতা নন—তিনি তরুণ প্রজন্মের আইকন। তাঁর মাথায় গুলি মানে সারা বাংলার ছাত্র–জনতার মাথায় গুলি করা। এই দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। হাদির ক্ষতি হলে বাংলার মাঠে-ময়দানে নব্য ফ্যাসিবাদের বিচার হবে।”

সমাবেশ শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, হাফিজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, জাতীয় নারী শক্তির জেলা আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন