ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জুলাই ঐক্যের বিক্ষোভ
কিশোরগঞ্জ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই ঐক্যে পরিষদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুলাই ঐক্যে পরিষদের আয়োজনে বাদ মাগরিব জেলা শহরের আখড়া বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুরানথানা গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, ফয়সাল প্রিন্স, রাতুল নাহিদ ভূঁইয়া, মানষ সরকার উৎস, শামসুর রহমান, আশরাফ আলী সোহা, ইয়াজ ইবনে জসিম, জাহিদ অনিক, সালমান সাকিব, পায়েল চৌধুরী, আকন্দ উজ্জ্বল, শফিক, ইমন খান, মো বরকতউল্লাহ, বদরুদ্দিন কাদির অফি, সিয়াম জায়ান, প্রিয়ন্ত, আরাফাত রিয়াদ, ইরফান সায়িক পুনম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে, 'আমার ভাই হাসপাতালে, খুনি কেন বাহিরে, ‘হাদির ওপর গুলি করে, প্রশাসন কি করে? 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিব না', ''ইনকিলাব ইনকিলাব,, 'জিন্দাবাদ জিন্দাবাদ, 'অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট একশন', 'সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও'সহ নানা স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, ওসমান হাদির ওপর এই হামলা শুধু জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধার ওপর হামলা নয়—এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ওসমান হাদির ওপর হামলা পূর্বপরিকল্পিত। হাদির ওপর হামলাকারীদের শুধু বিচার করলেই হবে না, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে কঠোর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।



