Logo
Logo
×

সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নেওয়ার অভিযোগ

খুলনার পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ও মারধর করে ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন উপজেলা কমলাপুর গ্রামের মৃত আব্দুর সাত্তার সানার ছেলে আব্দুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কমলাপুর মৌজায় বিভিন্ন দাগে ১.৩২ একর জমির মালিক আমরা। যা চূড়ান্ত রেকর্ড প্রস্তুত হয়েছে। প্রতিপক্ষ গড়েরাবাদ গ্রামের কুদ্দুস সানা, ভিলেজ পাইকগাছা গ্রামের সবুর সানা, ডাবলু সানা, আল-আমিন সানা, মমিন সানা গং আমাদের রেকর্ডীয় জমি দীর্ঘদিন জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছে। আমরা নালিশি জমির উপর নির্বাহী আদালতে ১৪৪ ধারার নিষেধাজ্ঞার মামলা করি। আদালত তদন্ত করে দখলভিত্তিক তাবস্থা বজায় রাখতে নোটিশ প্রদান করেন। আমরা জমিতে ধান রোপণ করি। ধান পাকার আগেই কুদ্দুস সানা গং ধান কেটে নেওয়ার হুমকি দিলে আবারও ১৮৮ ধারায় আদালতে আবেদন করলে গত ২০ অক্টোবর ১৮৮ ধারার নোটিশ প্রদান করেন। 

প্রতিপক্ষরা আদালতের দেওয়া ১৮৮ ধারা বলবৎ থাকা জমি থেকে গত ৮ ডিসেম্বর ধান কাটেন। বিষয়টি আদালতের দৃষ্টিগোচর করালে সেখানে ১০৭/১১৭ ধারা জারি করে। এতকিছুর পরেও গত ১১ ডিসেম্বর জমি থেকে ধান নিয়ে যেতে গেলে আমরা আদালতের আদেশ মানতে বললে আমাদের মারধর করে। এতে আমার ভাতিজা করিম সানা মারাত্মক জখম হয়।

প্রতিপক্ষ করিম সানার বক্তব্য জানতে তার মুঠোফোনে কয়েকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন