তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা কয়েক দিনের শীতপ্রবাহ আরও তীব্র হয়েছে। ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করার পর বৃহস্পতিবার তাপমাত্রা নেমে যায় ১০ ডিগ্রির নিচে। শুক্রবারও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে, যার ফলে পুরো জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ, আর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮–১০ কিলোমিটার। কুয়াশা না থাকলেও সূর্যের তাপ না থাকায় সকালজুড়ে শীতের তীব্রতা অনুভূত হয়।
এর আগের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে বাতাসের প্রবাহ, দিন-রাতের বড় তাপমাত্রার পার্থক্য এবং আর্দ্রতার তারতম্যের কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। নিম্নআয়ের শ্রমজীবী মানুষ কাজে বের হয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। বাড়ির সামনে, রাস্তাঘাটে কিংবা চা–স্টলের পাশেই খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে থাকলেও বৃহস্পতিবার থেকে আবার কমতে শুরু করেছে। এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।



