আইএবি বিল্ড এক্সপো: সুইস’র প্লাটিনাম স্পন্সরে অংশগ্রহণ
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ পিএম
ছবি : সংগৃহীত
আইএবি বিল্ড এক্সপোতে সুইস্ প্লাটিনাম স্পন্সর হিসেবে অংশগ্রহণ করেছে।
গত ১১-১২-২০২৫ তারিখে প্যাভিলিয়ন উদ্ভোধন করেন সুইস্ গ্লোবাল এর সিইও ইসমাইল হোসাইন। প্যাভিলিয়নে সুইস্্ এর সর্বাধুনিক প্রযুক্তির পোর্সেলিন টাইলস প্রদর্শন করা হয়েছে। সাথে ছিলো বাথওয়্যার এবং কিচেনওয়্যারের সমৃদ্ধ সমাহার। মার্কেটে আমদানিকৃত প্রচলিত টাইসল পরিমাপের যে পদ্ধতি, এতে ঠকে যায় গ্রাহক।
সঠিক পরিমাপ এবং গ্রাহককে জেতানোর নিশ্চয়তার লক্ষ্যে এই বিষয়টি সুইস্ এর সি ই ও খুব সুন্দর করে তুলে ধরেন। সর্বোচ মানের গ্রাহক সেবা দিতে সুইস্ বদ্ধপরিকর। এক্সপো চলবে আগামী ১৩/১২/২০২৫ তারিখ পর্যন্ত।
সুইস্ এর ৮টি ফ্ল্যাগশিপ স্টোরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছে ১টি এবং বাংলাদেশে রয়েছে ৭টি, বনানী, কুড়িল, হাতিরপুল, উত্তরা, বাংলামোটর, বগুড়া এবং চট্টগ্রাম।



