Logo
Logo
×

সারাদেশ

‘চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, খালেদা জিয়া পাননি’

Icon

নরসিংদী প্রতিনিধি :

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম

‘চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, খালেদা জিয়া পাননি’

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও সদর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, দেশের চোর-ডাকাতরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, তাকে আইনের ঠুনকো অজুহাত দেখিয়ে বিদেশে না পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ, মারে কে?

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উত্তর বিরামপুর ঈদগা বালুর মাঠে কাজিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খোকন আরও বলেন , আওয়ামী দোসররা আঙুল ফুলে শুধু কলা গাছ ই হয় নাই তারা আঙুল ফুলে বট গাছ হয়েছে। তারা পুকুর চুরি করে নাই তারা সাগর চুরি করছে। সমস্ত সম্পদ লোট করে নিয়েছে। এদেশের মানুষ দরিদ্রসীমার নিচে চলে গিয়েছে। আমরা যদি দেশ পরিচালনার দ্বায়িত্ব পাই দেশে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনা হবে।আমাদের মহিলারা আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না৷

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারনে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে ১০ বছরের সাজা দিয়েছেন৷ ক্যাঙ্গারু আদালতে ফরমায়েশি রায় দিয়ে ৬ বছর একজন ৭৮ বয়সি বয়স বৃদ্ধ মহিলাকে একটি পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে রাখা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়ার নাম করে স্লো পয়জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা,নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, মাধবধী পৌর বিএনপির সভাপতি আমানউল্লাহ আমান,জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা বিএনপির সদস্য কাজী ওয়াশিম সহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন