অবৈধ বালু উত্তোলন বন্ধ করল প্রশাসন , প্রতিবেশিকে মারধর করল উত্তোলনকারি
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে ফসলী জমি ও খাল থেকে অবৈধ বালু উত্তোলনের সরজমিনে পরিদর্শন ও ছবি সংগ্রহ করে প্রশাসনকে অবহিত করার পর তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। তবে এর জের ধরে তথ্য প্রদানকারি সন্দেহে প্রতিবেশিকে মারধর করেছে বালু উত্তোলনকারিরা। এতে ৩ জন আহত হয়েছেন।
টেকনাফের মেরিন ড্রাইভের তুলাতুলি এলাকায় অবৈধ বালি উত্তোলনের খবরে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে সরেজমিনে পরির্দশনে যান কয়েকজন সংবাদকর্মী।
এসময় তুলাতুলি খাল ও তার পাশে ফসলি জমি থেকে তিনটা ড্রেজার মিশিন নিয়েন বালু উত্তোলনের দৃশ্য দেখা মিলে। স্থানীয়রা জানান, টানা ৫ দিন ধরে ওই এলাকার চিহ্নিত মানবপাচারকারি ও ইয়াবাকারবারি নুরুল আমিন, মো. আমিন, ফেরদৌস, কামাল হোসেন, মো ফারুক সহ একটি সংঘবদ্ধ বালু উত্তোলন করে ট্রাক যোগে বিক্রি করছে।
তুলাতুলি চাষী আবুল কালাম বলেন, আমাদের জমিগুলো বালির। এখানে এখনও ধান রয়েছে। খাল ও পাশের ফসলি জমি থেকে চক্রটি বালি তুলছে। এতে আমাদের জমিতে ভাঙনের আশংকা করা হচ্ছে।
চাষী মো. আয়ুব বলেন, 'বালি উত্তোলনকারিরা কারও কথা শুনছেন না। তারা অন্যায়ভাবে খালের পাশাপাশি আমাদের মালিকাধিন জমি থেকে বালি উত্তোলন করছে।’
আমির হোসেন নামের এক মরিচ চাষী বলেন, গত ৫ দিনে কম হলেও কয়েক হাজার ট্রাক বালি উত্তোলন করেছে। এতে তার ক্ষেতের একটি অংশ ভেঙ্গে গেছে।
বিষয়টি বিকাল সাড়ে ৩ টার দিকে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীকে অবহিত করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এর ১ ঘন্টা পর তিনি বলেন, অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। পাশাপাশি একটি এক্সকেভেটর মেশিন সেখান থেকে অপসারণ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণেরর পাশাপাশি জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনার তথ্য প্রদানকারি সন্দেহে বালু উত্তোলনকারিরা ৩ জন প্রতিবেশিকে মারধর করেছে। সন্ধ্যা ৫ টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঘটনায় আহত মোস্তাক আহমদ।
তিনি জানান, হঠাৎ করে বালু উত্তোলনকারিরা এ হামলা করে। বালু উত্তোলনের পাশে তাদের জমি থাকায় তথ্য প্রদানকারি সন্দেহে এ হামলা করা হয়। এতে তিনি সহ ৩ জন আহত হয়েছে। এরা টেকনাফ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতির কথা জানান তিনি।
টেকনাফ থানায় ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিষয়টি লিখিত অভিযোগ পাওয়ার আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



