Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর শহরজুড়ে শোডাউন

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পিএম

কিশোরগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর শহরজুড়ে শোডাউন

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে দলের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থনে এক বর্ণাঢ্য রিকশা শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে রিকশা প্রতীক নিয়ে শহরের পুরান থানা হয়ে গৌরাঙ্গ বাজার, গাইটাল বাসস্ট্যান্ড রোড বড়পুল, রশিদাবদ, সগড়া, পুরাতন জেলখানা মোড়, আখড়া বাজার, রথখোলা, জাহাঙ্গীর মোড়, বত্রিশ, তারাপাশা, স্টেশন রোড হয়ে শোলাকিয়া ময়দানে এসে শেষ হয়।

এ সময় শোডাউনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে পুরো শহর উৎসবের আবহে জমে ওঠে। বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে শোডাউনটি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে যোগ দেন। পথজুড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান খেলাফত মজলিশের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী, আর দুই পাশের জনতাও স্লোগান দিয়ে সাড়া দেন।

আয়োজকদের মতে, পাঁচ শতাধিক রিকশা অংশ নেওয়ায় পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শোডাউনে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী সাহেবকে নির্বাচিত করার আহ্বান জানান। 

শোডাউনে শেষে মুফতি হেদায়েতুল্লাহ হাদী নির্বাচিত হলে কিশোরগঞ্জ সদরের সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য।

তিনি বলেন, কিশোরগঞ্জে মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি  আব্দুল মোমেন শের জাহান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। কিশোরগঞ্জ সদর শাখার সভাপতি মাওলানা মিসবাহ উল হক্ব, খেলাফত ছাত্র মজলিস জেলা শাখার সভাপতি মো. মোকাররম হুসাইন, সহ-সভাপতি মো. মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ্।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন